সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার নিন্দা জানিয়েছে এম,মুজিবর রহমান মঙ্গলবার (১৮ মে) রাতে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখা, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা,
তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় পাঠানো, ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের, জামিন না দিয়ে থানায় আটক রাখা, ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন এবং জামিন আবেদন বাতিল হয়ে কারাগারে প্রেরণের এম,মুজিবর রহমান এই ঘৃণিত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই নিন্দা জানান, এসময় নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সিনিয়র সাংবাদিক গন উপস্তিত ছিলেন।
Leave a Reply