দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক ২
Reporter Name
-
Update Time :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
-
৩৭০
Time View

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। থানা সুত্র জানা গেছে, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুযোগ্য পুলিশ অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল এর নেতৃত্বে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএস আই মহিউদ্দিন , এ এস আই আনোয়ারুল হক সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা বেলেমাঠ পাড়া গ্রামস্থ মোঃ হান্নান এর বাড়ির সামনে।এসময় আটক করা হয় গ্রামের শাহাজাহান আলীর ছেলে হুমায়ুন কবির (৩৫) ও একই গ্রামের সালামিন হাসানের ছেলে হাসান আলী (২০)কে। আটককৃতদের তথ্যের ভিক্তিতে কাঁঠাল গাছের নিচে গরুর খেতে দেওয়া নান্দার নিচে হইতে বিষ দেওয়া স্প্রে মেশিনের মধ্যে হইতে (৫২)বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
More News Of This Category