রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

শিবচরে ট্রেনে ধাক্কা লাগায় এক নারীর মৃত্যু

মাদারীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View
49

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার মাদবরেরচর-কাঁঠালবাড়ি সীমান্তবর্তী দেওয়ানকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মৃত করিম শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে রেললাইনের পাশে এক নারীর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যদের ধারণা, আছুরা বেগম রেললাইন পার হয়ে ছাগলের জন্য ঘাস আনতে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা গেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense