সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’—জেনে নিন এর নামের অর্থ

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩০ Time View
ছবি : সংগৃহীত
34

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন একটি ঘূর্ণিঝড়। আগামী বুধবার (২৬ নভেম্বর) নাগাদ এটি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল শনিবার যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা আরও ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী ও সংলগ্ন আন্দামান সাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার (২৪ নভেম্বর) দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর এই সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি আরও পশ্চিম–উত্তরপশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অনুমান করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরেই তৈরি হবে। তৈরি হলে এর নাম হবে ‘সেনিয়ার’—যার অর্থ ‘সিংহ’। নামটি প্রস্তাব করেছে সংযুক্ত আরব আমিরাত।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ ও অভিমুখ এখনও পরিষ্কার নয়। একইভাবে এর সম্ভাব্য গতিবেগ সম্পর্কেও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে, সাগরে অবস্থানকালে সিস্টেমটির শক্তি বাড়তে পারে। মঙ্গলবার বা বুধবার নাগাদ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দিক–নির্দেশ ও গতিবেগ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ রোববার (২৩ নভেম্বর) সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছেন, ২৬ বা ২৭ নভেম্বর আন্দামান–নিকোবরের দক্ষিণ পাশে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ধাপে ধাপে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিভিন্ন আবহাওয়া মডেলও ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়ে একমত।

পলাশ জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির শক্তি কত হবে এবং কোন পথে এটি স্থলভাগ অতিক্রম করবে—তা নিয়ে বিভিন্ন দেশের আবহাওয়া মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যে কোনো স্থানে এটি আঘাত হানতে পারে। আগামী ২৬ নভেম্বরের পর এ বিষয়ে অধিক নিশ্চয়তা পাওয়া যাবে।

কৃষকদের উদ্দেশে তার পরামর্শ, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই জমিতে থাকা পাকা আমন ধান দ্রুত কেটে মাড়াই শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। শীতকালীন শাকসবজি চাষিদেরও বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে বীজ বোনা ও সেচের প্রস্তুতি নিতে বলা হয়েছে। ২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে।

সমুদ্রগামী জেলেদের উদ্দেশে পরামর্শ, ১ ডিসেম্বরের পর উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ১ ডিসেম্বরের মধ্যেই সব ট্রলারকে উপকূলে ফিরে আসার প্রস্তুতি নেওয়া উচিত। এছাড়া ৩০ নভেম্বরের পর নতুন করে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense