রাজধানীতে মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে যাওয়ায় ট্রেন চলাচল প্রায় ৯ মিনিট বন্ধ থাকে। শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে দ্রুত ড্রোনটি অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সম্প্রতি নাশকতাসহ সম্ভাব্য অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা হিসেবে মেট্রোরেল কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ৯ নভেম্বর ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়।
সেই আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন, ডিএমটিসিএলের বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল থাকবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
ঠিকানা: ১/১৬ তাজমহল রোড, ব্লক: সি মোহাম্মদপুর, ঢাকা ।
বিজ্ঞাপন ও বার্তা বিভাগ : 01569118393 (Phone & WhatsApp)
ই-মেইল: alokitojanapadbd@gmail.com
সামাজিক যোগাযোগ মাধ্যম
ওয়েবসাইট
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত