
বাংলাদেশ জামায়াত ইসলামের মাদারীপুর-২ আসনে মনোনীত প্রার্থী মাও. আব্দুস ছোবাহান খানের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের জেলা আমীর মাও. মোখলেছুর রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় শান্তিপূর্ণভাবে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৮টায় মাদারীপুর শহরের শকুনী লেকের মুক্তমঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে।
শোভাযাত্রাটিতে প্রায় ৩’শতাধিক মোটরসাইকেলের দীর্ঘ সারি শহরের শকুনীলেকের মুক্তমঞ্চ থেকে শুরু করে খাগদী বাসস্ট্যান্ড, শ্রীনদী, কবিরাজপুর ও টেকেরহাট এলাকার প্রধান সড়কগুলো অতিক্রম করে শহরের জিরো পয়েন্টে এসে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি ও দলীয় স্লোগানে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন এলাকার তরুণ সমর্থকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, এই শোভাযাত্রার মাধ্যমে প্রার্থীকে জনগণের কাছে পরিচিত করা, সংগঠনকে মাঠে সক্রিয় করা এবং আসন্ন নির্বাচনে সমর্থকদের প্রস্তুত রাখাই ছিল মূল উদ্দেশ্য।
শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী পুরো রাস্তা নিয়ন্ত্রনে রাখে ও টহল কার্যক্রম পরিচালনা করে।