শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে ১ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ স্কুলের বার্ষিক অনুষ্ঠান শেষ করে আসার পথে সড়ক দুর্ঘটনা শিশু নিহত রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরের রাজৈর এ বিশ্ব মানবাধিকার সংস্থা এর নব গঠিত জেলা কমিটির পরিচিতিও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত ডিসির সাথে সদর উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় ড. মিজানুর রহমান আজহারীর প্রার্থিতা নিয়ে প্রকাশিত খবরটি গুজব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা সংঘটিত হয়েছে মুশফিকের ক্যারিয়ারের মাইলফলক শততম টেস্টকে সামনে রেখে কী মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিলেন ফয়েজ তৈয়্যব

রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৬ Time View
59

রংপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে তিন ঘটিকা সময় রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকরা রংপুরের দীর্ঘদিনের চলমান সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প এবং প্রতিকারমূলক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। সভায় বক্তব্য দেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন কমিটির সভাপতি এনামুল স্বাধীন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলী, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, মেরিনা লাভলি, জাকির মুন্সী, জেনিফা ইয়ামিম লিনা, নূর-ই-রাব্বী, শাহরিয়ার মিমসহ গণমাধ্যমের নেতারা।

গত মঙ্গলবার রংপুরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় তিনি বলেন, রংপুর আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, এটি মানুষের বিশ্বাস, সংগ্রাম এবং ত্যাগের প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ পাঁচজন শহীদের রক্তস্মৃতির এই রংপুরে আমি একটি স্বচ্ছ, দক্ষ, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তুলতে চাই।

সভা শেষে তিনি রংপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন ও সুশাসনের যাত্রায় আপনাদের সমর্থন, পরামর্শ রংপুরকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense