রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের হঠকারিতা ও রংপুরের শিল্পীদের অসন্মান করায় মানব্বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক পরিষদ রংপুরের আয়োজনে মানব্বন্ধনে বক্তব্য রাখেন, বক্তারা বলে একজন কবি বা শিল্পীদের জন্য মাত্র ১৫ টাকা বরাদ্দ, এটা তাদের প্রাপ্য নয়।কবি বা সাহিত্যিক তাদের দাবি রংপুরের এই বই মেলায় রংপুরের কোন কবি সাহিত্যিক বা সংগঠকদের নিয়ে কোন আলোচনা বা আয়োজন করা হয়নি তাদের প্রতি বৈষম্য করা হয়েছে।প্রতি বছরে রংপুরে বিভাগীয় বই মেলা হলে রংপুরের সকল গুণিজনদের নিয়ে একটি মানস্মত সুন্দর আয়োজন করা হতো। এই আয়োজনে রংপুরের ভালো মানের কবি বা সহিত্যিক বা সংগঠক প্রকাশক ছিলেন না। সংগঠনের সভাপতি মাহবুননবী ডলার,কবি ও লেখক জুন্নুন আহমেদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুসিড হোসেনসহ অন্যান্যরা। রংপুরে ৭ দিন ব্যাপি এই বই মেলায় কোনো প্রকাশক ও লেখক কবিদের আমন্ত্রন না করায় বিভাগীয় রংপুর বই মেলা অনুষ্ঠান বর্জন করার কথ্ বলেন বক্তারা।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
ঠিকানা: ১/১৬ তাজমহল রোড, ব্লক: সি মোহাম্মদপুর, ঢাকা ।
বিজ্ঞাপন ও বার্তা বিভাগ : 01569118393 (Phone & WhatsApp)
ই-মেইল: alokitojanapadbd@gmail.com
সামাজিক যোগাযোগ মাধ্যম
ওয়েবসাইট
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত