
বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দনের বার্তা জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে!”
এদিকে দীর্ঘদিন ধরে ভারতের বিপক্ষে জয় পাওয়া অপেক্ষা শেষে আজকের ঐতিহাসিক জয়ে সেটি ভেঙেছে। মোরছালিনের একাদশ মিনিটে গোল এবং পুরো দলের নির্ভীক লড়াই মাঠে নতুন সম্ভাবনার আলো জ্বালিয়েছে। মাঠের এই মুহূর্তের সঙ্গে সঙ্গে অনুপ্রেরণার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “২২ বছর পর ভারতের বিরুদ্ধে এই সাফল্য প্রমাণ করে যে শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশ কী অর্জন করতে পারে। এই জয় লাখো ক্রীড়াপ্রেমীর মনে নতুন আশা জাগিয়েছে।”
তারেক রহমান আরও বলেন, মোরছালিনদের এই লড়াই তরুণদের জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে। তিনি মনে করেন, প্রতিভা লালন, স্বপ্নকে সহায়তা এবং খেলোয়াড়দের জন্য শক্ত ভিত তৈরি করলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।
২২ বছরের অপেক্ষার পর এ ধরনের জয়ে মাঠ যেমন উচ্ছ্বসিত, তেমনি দেশের খেলাধুলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে ফুটবলের এই সাফল্যকে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যতের পথচলার নতুন সূচনা হিসেবে দেখছেন।