বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে কটূক্তির অভিযোগে এক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে মামলা গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি, কেড়ে নিলো মুকসুদপুরের ২ যুবকের প্রাণ ছাতকের চরমহল্লা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ২২ বছরের পর জয় বাংলাদেশ দলের জন্য জামায়াত আমিরের শুভেচ্ছা রাজধানীর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড তারেকের দল সম্পর্কে যে তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে এক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৪ Time View
তারেক রহমান। ছবি : সংগৃহীত
36

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করতে আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি এ মামলার আবেদন দাখিল করেন।

আবেদনে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ (এম এইচ) ছাড়াও অজ্ঞাত আরেকজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাদীর জবানবন্দি রেকর্ড করা হলেও আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, জবানবন্দি গ্রহণ শেষে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, গণভোটের তুলনায় কৃষকদের আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা আরও গুরুত্বপূর্ণ।

এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে সেই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।’ বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো ৮৮ কোটি টাকার গাড়ি কেনেননি এবং ওই পোস্টে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense