শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন শুরু হয়েছে ,এতে পাঁচ দেশের আলেম-ওলামা অংশগ্রহণ করছেন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে আসামির বক্তব্য প্রচার হওয়ায় আদালত আরএমপি কমিশনারকে তলব করেছে জবিতে উদীচীর কক্ষে গাজাসেবনের অভিযোগ, নিষেধ করায় সাংবাদিককে হুমকি বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সম্পর্কিত সমন্বিত নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে শনিবার থেকে শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা প্রতিদিনই পাবে ভিন্ন ভিন্ন খাবার প্রত্যাহার করা ২০ ডিসিকে কোন কোন মন্ত্রণালয়ে পুনরায় পদায়ন করা হয়েছে জাতীয় ঈদগাহের সামনে থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বর্ণের দাম আবার বাড়লো, ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছালো কেনাবেচা

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন শুরু হয়েছে ,এতে পাঁচ দেশের আলেম-ওলামা অংশগ্রহণ করছেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৭ Time View
ছবি : সংগৃহীত
48

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে ধর্মীয় এই সমাবেশের উদ্বোধন করা হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। বাংলাদেশসহ পাঁচটি দেশের বিশিষ্ট আলেম-ওলামা এতে অংশ নিচ্ছেন।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা ইতোমধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন। সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির স্বেচ্ছাসেবক দল।

আজকের সম্মেলনে দেশের প্রধান দুই রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামপন্থী দলের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন। আজ শনিবার সকালে

আগে ক্ষুদ্রভাবে আয়োজিত হলেও এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেমরা এতে উপস্থিত হয়েছেন।

দেশি-বিদেশি যেসব আলেম অংশ নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য—

  • পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান,

  • পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান,

  • বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি,

  • ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি,

  • ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি,

  • জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী,

  • ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি,

  • মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম

এ ছাড়া দেশের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত রয়েছেন—
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক

মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense