
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় শার্শা মিনি স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে শোডাউনটির যাত্রা শুরু হয়। পরে দীর্ঘ মোটরসাইকেল মিছিলটি শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনটি দেখতে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের ভিড় লক্ষ্য করা যায়। শার্শা বাজারে এসে শোডাউনটির বর্ণাঢ্য সমাপ্তি ঘটে।
শোডাউন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেন,
“আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজে পাশে থাকতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলার সাবেক আমির রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় রাজনীতিতে শক্ত ঘাঁটি তুলে ধরতে ও সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করতে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ছিল শার্শার অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিপ্রদর্শন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত