
রংপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও মরহুম মশিউর রহমান যাদু মিয়ার কন্যা রিটা রহমান। রংপুর-৩ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয়েও কথা বলেন। সভায় রিটা রহমান বলেন, “ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকে রক্ষা করতে হবে।
বর্তমানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব বিবেক নীরব, আর একইভাবে দেশের সাংবাদিক সমাজও কোনঠাসা অবস্থায় রয়েছে। সাংবাদিকতা পেশাকে মুক্ত করতে হবে। তিনি আরও বলেন যে, সাংবাদিক নিয়োগের আগে বেতন-ভাতার নিশ্চয়তা প্রদানকে বাধ্যতামূলক করার জন্য তিনি সরকারের কাছে প্রস্তাব রাখবেন।
মিডিয়া খাতে চলমান নেতিবাচক রাজনীতি দূর করতেও গুরুত্বারোপ করেন তিনি। ফ্যাসিস্ট সরকারের আমলে রংপুর-৩ আসন থেকে দুইবার নির্বাচনে অংশ নিয়েছেন উল্লেখ করে রিটা রহমান বলেন, বিনা দোষে আমার স্বামীকে কারাবরণ করতে হয়েছে। আমি ও আমার পরিবারও নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। এত ত্যাগ স্বীকারের পরও বিএনপির ভেতরে আমার বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে। তিনি জানান, এবারও তার পক্ষে জনসমর্থন যথেষ্ট রয়েছে এবং শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।
রিটা রহমান বিশ্বাস প্রকাশ করেন যে সাংবাদিক সমাজের সহযোগিতা তার আগামীর পথচলাকে আরও শক্তিশালী করবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের রংপুর বিভাগীয় শাখার সভাপতি মীর আনোয়ার আলী মিঠু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি রেখা মনি, সাধারণ সম্পাদক বাবলুর রহমান বারী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পরাগ ও ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মিলন, কোষাধ্যক্ষ ফারুখ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান আলী, সাহিত্য সম্পাদক কবিও লেখক রিয়াজুল হক সাগর ক্রীড়া সম্পাদক সানোয়ারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সেলিম মাহমুদসহ আরও অনেকে।