
হত্যা মামলার আসামি লিমন মিয়াকে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেওয়ার সুযোগ কেন দেওয়া হলো—এ বিষয়ে কারণ জানতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৯ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।
গত ১৩ নভেম্বর লিমন মিয়া রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে আঘাত ও শ্বাসরোধে হত্যা করেন। একই ঘটনায় দায়রা জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থল থেকেই পুলিশ লিমনকে গ্রেপ্তার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আদালতের আদেশে বলা হয়, গণমাধ্যমে প্রচারিত সংবাদে দেখা গেছে—পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন। যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০) মামলাসহ সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
এ পরিস্থিতিতে, পুলিশ হেফাজতে থেকে অভিযুক্তকে মিডিয়ার সামনে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ১৯ নভেম্বর আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত