শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন শুরু হয়েছে ,এতে পাঁচ দেশের আলেম-ওলামা অংশগ্রহণ করছেন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে আসামির বক্তব্য প্রচার হওয়ায় আদালত আরএমপি কমিশনারকে তলব করেছে জবিতে উদীচীর কক্ষে গাজাসেবনের অভিযোগ, নিষেধ করায় সাংবাদিককে হুমকি বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সম্পর্কিত সমন্বিত নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে শনিবার থেকে শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা প্রতিদিনই পাবে ভিন্ন ভিন্ন খাবার প্রত্যাহার করা ২০ ডিসিকে কোন কোন মন্ত্রণালয়ে পুনরায় পদায়ন করা হয়েছে জাতীয় ঈদগাহের সামনে থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বর্ণের দাম আবার বাড়লো, ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছালো কেনাবেচা

জবিতে উদীচীর কক্ষে গাজাসেবনের অভিযোগ, নিষেধ করায় সাংবাদিককে হুমকি

জনপদ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩০ Time View
ছবি : সংগৃহীত
40

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবকাশ ভবনের চতুর্থ তলায় উদীচী জবি শাখার কক্ষে নিয়মিত গাজাসেবনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজাসেবনের গন্ধ পেয়ে প্রতিবাদ জানাতে গেলে কয়েক সাংবাদিকের প্রতি হুমকি ও অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবের প্রশিক্ষণ চলাকালীন উদীচীর কক্ষ থেকে তীব্র গাজার গন্ধ আসায় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিতদের কাছে বিষয়টি জানতে চান। এ সময় নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের শোভন নামের এক শিক্ষার্থী দায়িত্বে আছেন বলে জানালেও গাজাসেবনের বিষয়টি অস্বীকার করেন। পরে সাংবাদিকরা কক্ষের জানালার পাশে সেবন করা গাজার ছাই দেখতে পান।

এ ঘটনায় সাংবাদিকরা আপত্তি জানিয়ে বের হয়ে যেতে চাইলে কক্ষ থেকে বেরিয়ে এসে নাট্যকলা বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী মনন মোস্তাকিন তাদের ওপর চড়াও হন। উপস্থিতদের সামনেই তিনি উল্টো চিৎকার করে জানান, ‘আমি গাজা খাই, ভিসি ভবনের সামনে মাইকিং করে বলবো।’ এ সময় দুই নারী শিক্ষার্থীও সাংবাদিকদের উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গি করেন। পরে নিজেদের উদীচীর সদস্য পরিচয় দিয়ে নাট্যকলা ১৫ ব্যাচের সৌমিক বোস, রুদ্রসহ কয়েকজন সাংবাদিকদের হুমকি দেন।

ঘটনার পর উদীচীর বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আমরিন জাহান অমি জানান, পূর্বেও এমন ঘটনা ঘটেছে এবং দায়িত্ব নেওয়ার পর সদস্যদের এসব কাজ থেকে বিরত থাকতে বারবার বলা হয়েছে। তিনি আরও জানান, দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংগঠন থেকেও অভিযোগ করা হবে।

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনাটি শুনে একজন সহকারী প্রক্টরকে পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense