মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি বাজারে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিরখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শ্রীনদি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদারীপুর-২ আসনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হেলেন জেরিন খানকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। তার নেতৃত্বে দল পুনরায় সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, শিরখাড়া ইউনিয়ন বিএনপির যুবদল সভাপতি প্রার্থী মেহেদী হাসান সান, শিরখাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক বেপারী, ছাত্রদলের সভাপতি প্রার্থী নাজমুল শেখ, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব মাতুব্বর, এবং ইউনিয়ন বিএনপির নেতা বাবু ফরাজিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা হেলেন জেরিন খানের পক্ষে স্লোগান দিয়ে পুরো বাজার প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত