বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি বাজারে হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ রংপুরে সামরিক বাহিনীর সদস্য সেজে অনলাইনে প্রতারণা অভিযানে গ্রেপ্তার ১ নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসপি রবিউল ইসলাম বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মির্জা ফখরুল: আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক চোর নিহত, আহত আরও ৭ জন দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক শার্শা গড়ার অঙ্গীকার মাওলানা আজীজুর রহমানের বিসিবিতে নতুন যুগের সূচনা আমিনুলের ঘোষণার মধ্য দিয়ে “প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শেষ” বা “প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত”

নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসপি রবিউল ইসলাম

নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০ Time View
12

নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে বাধাঁঘাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। কিন্তু যদি আমরা মারামারি, কাইজ্যা বা বিশৃঙ্খলার পথে হাঁটি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালনে বিশ্বাসী। কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না—যে অন্যায় করবে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সুপার ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “আপনারা দোকানপাটে সিসি ক্যামেরা স্থাপন করুন এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে রাতে নাইট গার্ড নিয়োগ দিন, যাতে বাজারে নিরাপত্তা নিশ্চিত করা যায়। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে এবং চুরি বা ছিনতাইয়ের শিকার না হয়, সে জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, শহরে যানজট নিরসনে কিছু রুটে ডাইভারশন ব্যবস্থা করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সকল নাগরিককে সমভাবে আইনি সহায়তা প্রদান করবে। “আপনারা নির্ভয়ে থানায় আসুন, পুলিশের সেবা গ্রহণ করুন,” বলেন তিনি।

সভায় তিনি জুয়া, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, সাইবার ক্রাইম, ধর্মীয় উস্কানি ও অপপ্রচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর ইসলাম, ট্রাফিক বিভাগের টিআই (অ্যাডমিন) কামরুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense