
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে আকস্মিক হামলার ঘটনায় গুরুত্বর আহত হয়ে আশংঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর লক্ষীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ও তার পরিবার জানায়,
সকালে স্থানীয় বাজারে সরিষা বিক্রি করতে গেলে। বেচা-কেনার এক পর্যায়ে বাজারে ভেতর দু’জন ব্যাক্তির ঝগড়া ও মারামারি শুরু হয়। ঐ সময়ে পাশে দাঁড়িয়ে থাকা আনোয়ার হাওলাদার (৫৭) তাদের ব্যাক্তিগত দ্বন্দ নিরসনের জন্য মধ্যস্ততা করতে যান। দ্বন্দ চলাকালীন সময়ে চরলক্ষীপুর গ্রামের মৃত- কালাম হাওলাদার ছেলে শামীম হাওলাদার, মাসুদ হাওলার এবং অন্য দু’ই প্রতিবেশী মোশারফ হাওলাদার ও হারুন হাওলাদার গং উদ্দেশ্য মূলকভাবে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার হাওলাদার ওপর আকস্মিক হামলা চালায়। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয় লোকজন তাকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তিতে জানা যায়, আনোয়ার হাওলাদারের কাছে থাকা সরিষা বিক্রির ২’লাখ টাকাও উধাও করেছে হামলাকারীরা। তারা এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের দাবী প্রশাসনের সর্বোচ্চ সহায়তা। এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি।