মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের বড় ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের একটি বাস বড় ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে পিকআপ চালকসহ বাসের ১৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত দুইজন—আরিফ (২৫) ও আছমত (২৮)—কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করা হয়।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত