বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান

জনপদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪২ Time View
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেলিমুজ্জামান।
35

বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: সেলিমুজ্জামান সেলিম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, “দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মী স্থানীয় সালিশ, দাঙ্গা বা পক্ষপাতমূলক কার্যক্রমে জড়াবেন না।”

রোববার (২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে দল ও অঙ্গসংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, স্থানীয় পর্যায়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং জনগণের আস্থা দুর্বল হয়ে পড়ে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের সঙ্গে হাস্যোজ্জ্বল, ভদ্র ও সহমর্মী আচরণ বজায় রাখা প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব। দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।”

এ সময় তিনি সতর্ক করে বলেন, দলের নির্দেশনা অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক নিয়মে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্য ও শৃঙ্খলাই দলের শক্তি, আর নেতাকর্মীদের সঠিক আচরণই জনগণের কাছে বিএনপির অবস্থান আরও মজবুত করবে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category