রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাড়ে তিন ঘণ্টা পর আবারও সচল হলো বরিশাল–ঢাকা মহাসড়ক সিলেটে ৩০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দখল ও বিক্রয়চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে জনসমুদ্র শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শক্তিপ্রদর্শন শোকবার্তা রংপুর-৩ আসনে নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন রিতা রহমান বাংলাদেশের নবায়ন যোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষি কে অন্তর্ভুক্ত করার দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত এলপিজি গ্যাসের দামের বিষয়ে নতুন কী জানিয়েছে বিইআরসি—জানুন বিস্তারিত! ৬ বছরের শিশুকে ধর্ষণ, পালিয়ে গেছে ধর্ষক সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন

‘জুলাই সনদ’ দুই বছরের মধ্যে বাস্তবায়নে বিএনপির কোনো আপত্তি নেই

জনপদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৯১ Time View
70

জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন, আপত্তি নেই বিএনপির

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই সনদ’-এর একটি খসড়া পাঠিয়েছে, যাতে বলা হয়েছে—সেখানে যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ২১তম দিনের আলোচনা বিরতিতে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ‘খসড়ায় যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কথা বলা হয়েছে, সে বিষয়ে আমরা একমত। তবে এটি কেবল একটি প্রাথমিক খসড়া—এতে ভূমিকা বা বিস্তারিত ব্যাখ্যা নেই। ভাষা ও গঠন নিয়ে আমাদের কিছু পর্যবেক্ষণ আছে, যা আমরা আগামীকাল লিখিতভাবে জমা দেব।’

সংবিধান সংশোধন বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘সংবিধানে যত বেশি কিছু যুক্ত হবে, সংশোধন তত জটিল হবে। তাই আমরা চাই আইন প্রণয়নের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হোক, যাতে প্রয়োজনে সংশোধন সহজ হয়।’

নারী প্রতিনিধিত্ব প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘প্রথম ধাপে আমরা প্রস্তাব করেছি, ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশ অর্থাৎ ১৫টি আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। পরবর্তী নির্বাচনে তা ১০ শতাংশে উন্নীত হবে। আমরা চাই, নারীরা সরাসরি নির্বাচিত হোক, তবে বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে এগোতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আইন অনুযায়ী হোক, যাতে আইনি ত্রুটি সহজে সংশোধন করা যায়। কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সক্রিয় নির্বাহী বিভাগ দরকার, তবে সেটি যেন চেক অ্যান্ড ব্যালান্সের আওতায় থাকে।’

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense