মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি

‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দিন : সারজিস

জনপদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৭১ Time View
13

‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে এলে সরাসরি পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসে সারজিস জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সকল আঞ্চলিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এক মন্তব্যে তিনি আরও বলেন, কেউ যদি কোনো অফিস, বাসা বা প্রতিষ্ঠানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, তদবির বা মামলা বাণিজ্যের মতো কার্যক্রমে লিপ্ত হয়, তাহলে তাকে আটক করে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। রোববার রাজধানীর শাহবাগে সংগঠনের এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তারের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেন, “গত কয়েকদিনে দেখা গেছে, সংগঠনের নাম ব্যবহার করে নানা অপকর্মের চেষ্টা করা হয়েছে। আমরা আগেই সতর্ক করেছিলাম—এ ধরনের অপচেষ্টা বরদাস্ত করা হবে না। তবুও কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় অপকর্ম চালিয়ে যাওয়া হচ্ছে, এমনকি ‘জুলাই যোদ্ধাদের’ একটি অংশও বিপথে গেছে।”

তিনি আরও জানান, বিষয়টি বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই জরুরি মিটিংয়ে উপস্থিত চার সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন—সারা দেশে কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম ২৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত থাকবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category