মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি

‘বাংলাদেশ এখনো পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়’

জনপদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৯৯ Time View
17

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি বলেন, জনগণ এই পদ্ধতি মেনে নেবে না।

রবিবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভাসানী জনশক্তি পার্টির আয়োজনে ‘উত্তাল জুলাইয়ে ফ্যাসিবাদ পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত শেখ রফিকুল ইসলাম বাবলুসহ রাজনীতিবিদ, ছাত্র ও জনতার অবদান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম বাবলু বলেন, “মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর গণঅভ্যুত্থান – সবই ছিনতাই হয়েছে। ’২৪-এর গণঅভ্যুত্থানও একই পরিণতির দিকে। একটি পক্ষ ভারতের মদদে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, আরেক পক্ষ ভেতর থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে পিআর পদ্ধতির মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করতে চায়। ’৭১-এর পরাজিত শক্তিরাই এই পদ্ধতির পক্ষে। কিন্তু জনগণ কখনোই এটি মেনে নেবে না।”

সভায় দলের মুখপাত্র মো. আব্দুল কাদের বলেন, “যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে মানুষ গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, তা এখনো পূরণ হয়নি। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিশালী অর্থনীতি এবং স্বাধীন ও নিরাপদ জীবন প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হচ্ছে, চাঁদাবাজি, সন্ত্রাস ও খুনোখুনির রাজত্ব চলছে। এসবের জন্য কেউ জীবন দেয়নি।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে, ততই দেশ ক্ষতির মুখে পড়বে। তাই আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন চাই, যেখানে জনগণের মালিকানা নিশ্চিত হবে।”

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সভা সঞ্চালনা করেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সুব্রত চৌধুরী, বাসদের বজলুর রশীদ ফিরোজ, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ্ কায়সার, গণসংহতি আন্দোলনের মনির উদ্দিন পাপ্পু এবং ভাসানী জনশক্তি পার্টির পারভীন নাসের ভাসানী, আমিনুল ইসলাম সেলিম, মাহমুদ আলী, জান্নাতুল ফেরদৌস ও হারুন অর রশিদ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category