শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এডভোকেট গৌরাঙ্গ বসু

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩১৪ Time View
27

বৃহস্পতিবার দুপুর ২:০০টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে মাদারীপুর জেলার কৃতি সন্তান সহকারী অধ্যাপক এডভোকেট গৌরাঙ্গ বসুকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। সেই সাথে মাদারীপুর ও শরীয়তপুর জেলাসহ অন্যান্য জেলার সাংগঠনিক কমিটি করার জন্য দায়িত্ব প্রদান করা হয়।
মুঠোফোনে এডভোকেট গৌরাঙ্গ বসুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ” বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় বিএনপির প্রেসিডিয়াম সদস্য সকলের শ্রদ্ধাভাজন গয়েশ্বর চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস, সংগ্রামী সাধারণ সম্পাদক সমীর কুমার বসুসহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। আশা করি সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলো উৎসবমুখর পরিবেশে ভাব গাম্ভীর্যভাবে উদযাপন করতে সক্ষম হবো।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category