
মাত্র ১১ দিন আগে জীবনের সবচেয়ে সুখের মুহূর্তে প্রবেশ করেছিলেন দিয়েগো জোতা। দীর্ঘদিনের প্রেমিকা ও তিন সন্তানের মা রুট কারডোসোর সঙ্গে বিয়ে করে তিনি লিখেছিলেন—‘জীবনের নতুন অধ্যায়’। বিয়ের ছবির ক্যাপশনে ছিল, ‘হ্যাঁ, চিরদিনের জন্য।’ কিন্তু সেই চিরদিন আর সম্পূর্ণ হলো না।
ফুটবল জগতকে শোকের আবর্তে ফেলে ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুলের তারকা ও পর্তুগিজ আন্তর্জাতিক স্ট্রাইকার দিয়েগো জোতা। একই মর্মান্তিক ঘটনায় মারা গেছেন তার ভাই আন্দ্রে সিলভাও। স্পেনের জামোরায় এ-৫২ সড়কের ৬৫তম কিলোমিটারে গাড়ি দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যাওয়ায় দুই ভাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
জোতা ও রুটের বিবাহ হয়েছিল ২২ জুন ২০২৫। বিয়ের দিন স্বপ্নিল মুহূর্তে স্ত্রী ও সন্তানদের সঙ্গে হাসিমুখে ধরা পড়া জোতার ছবিগুলো এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষের চোখে পানি এনে দিচ্ছে। মাত্র কয়েক দিন আগে জীবন শুরু করেছিলেন নতুন এক পর্ব, কিন্তু চলে যেতে হলো চিরদিনের জন্য।
মাঠের বাইরে দিয়েগো জোতা ছিলেন অত্যন্ত নম্র ও মাটির মানুষ। ভিডিও গেমের প্রতি ছিল তার বিশেষ ভালোবাসা। করোনাভাইরাস লকডাউনের সময় প্রিমিয়ার লিগ আয়োজিত ফিফা টুর্নামেন্টে অংশ নিয়ে সাবেক সতীর্থ ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফিফা ২১ চ্যাম্পিয়নস লিডারবোর্ডে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি।
নিয়মিত নিজের টুইচ চ্যানেলে গেম স্ট্রিম করতেন এবং গেমিং কমিউনিটির সঙ্গেও ঘনিষ্ঠ ছিলেন।
দিয়েগো জোতার অকাল মৃত্যুর খবর জানিয়ে লিভারপুলসহ বিশ্বের বিভিন্ন ক্লাব, সতীর্থ ও কোটি কোটি ভক্ত শোকপ্রকাশ করেছেন। ফুটবল মাঠে যেমন পারফরম্যান্সে মুগ্ধ করেছেন, তেমনি ব্যক্তিত্বেও সবাইকে মুগ্ধ করেছিলেন এই পর্তুগিজ তারকা।
বিয়ের ছবিতে ‘হ্যাঁ, চিরদিনের জন্য’ বলা সেই হাসিমুখ আর ফিরবে না। তবে তার হাসি, মানবিকতা ও মাঠের ঝলক হয়ে থেকে যাবেন কোটি মানুষের হৃদয়ে চিরকাল।