বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

বাংলাদেশ থেকে কুয়েত গিয়ে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ

জনপদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪২৫ Time View
ফুটপাতে চাঁদা তুলছেন একজন। ছবি : আরব টাইমস
22

কুয়েতে ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি পরিচালিত এক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এই চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, যত্রতত্র বসানো দোকান ও সেখান থেকে বেআইনিভাবে চাঁদা তোলার বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, ভীতি প্রদর্শন এবং বেআইনি অর্থ আদায়ের একাধিক অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (২ জুলাই) কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় এক বাংলাদেশিকে চাঁদা আদায়ের মুহূর্তে আটক করে পুলিশ। পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে তাকে চাঁদা তুলতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, কুয়েতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা এমন কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কুয়েতে ফুটপাতে দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরও বহু প্রবাসী, বিশেষ করে শহরের ফুটপাত, মসজিদের সামনে ও গলিপথে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করে থাকেন। এসব দোকানকে ঘিরে দীর্ঘদিন ধরেই একটি সক্রিয় চাঁদাবাজ চক্র কাজ করছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, চক্রের সদস্যরা দোকানিদের নিয়মিত ভয় দেখিয়ে চাঁদা আদায় করেন। এমনকি কিছু প্রবাসী বাংলাদেশিও এই চক্রের সঙ্গে জড়িত।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে চক্রের গতিবিধি শনাক্ত করে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে এবং বাকিদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category