সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে

ইতিহাসে আজ: ৩ জুলাইয়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৯৫ Time View
5

প্রবাদ রয়েছে—‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ বর্তমান মুহূর্তই হয়ে ওঠে ভবিষ্যতের ইতিহাস। প্রতিদিন ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মধ্যে কিছু কিছু ঘটনা ইতিহাসে চিরস্থায়ী ছাপ রেখে যায়, যা আমাদের শিক্ষাগ্রহণ ও পথনির্দেশে সহায়তা করে। অতীতের সেসব গুরুত্বপূর্ণ ঘটনা জানলে আমরা বর্তমানকে ভালোভাবে বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারি।

আজ বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫। চলুন এক নজরে দেখে নিই এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

🔹 উল্লেখযোগ্য ঘটনাবলি

  • ১৭৫৭ – সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড ঘটে তাঁর বিশ্বস্ত সেনাপতি মীরনের নির্দেশে, মোহাম্মদী বেগ নামের ঘাতকের ছুরিকাঘাতে।

  • ১৯১৯ – রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত শিক্ষাদর্শে প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী।

  • ১৯২১ – মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।

  • ১৯৪১ – সিরিয়া মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

  • ১৯৪৭ – ব্রিটিশ ভারত বিভাজনের লক্ষ্যে ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশিত হয়।

  • ১৯৫৩ – অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রীদের একটি দল প্রথমবারের মতো পৃথিবীর নবম উচ্চতম পর্বত নাঙ্গা পর্বতের শিখরে পৌঁছায়।

  • ১৯৬২ – আলজেরিয়া ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

  • ১৯৭১ – বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে প্রবেশ করেন।

🎉 জন্মবার্ষিকী

  • ১৭২৮ – রবার্ট অ্যাডাম, খ্যাতনামা স্কটিশ স্থপতি।

  • ১৮৫৪ – লেইওস ইয়ানাচেক, প্রখ্যাত চেক সংগীতকার।

  • ১৮৮৩ – ফ্রান্ৎস কাফকা, বিখ্যাত জার্মান-চেক কথাসাহিত্যিক।

  • ১৯১২ – অজিতকৃষ্ণ বসু, বাংলা রঙ্গসাহিত্যের জনপ্রিয় লেখক।

  • ১৯৮৪ – সৈয়দ রাসেল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার।

🕯️ মৃত্যুবার্ষিকী

  • ১৯৩২ – স্বর্ণকুমারী দেবী, বিশিষ্ট বাঙালি কবি ও সমাজসেবিকা।

  • ১৯৭১ – জিম মরিসন, প্রখ্যাত মার্কিন রক সংগীতশিল্পী।

  • ১৯৯১ – ডলি আনোয়ার, প্রতিভাবান বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।

  • ১৯৯৭ – রথীন মৈত্র, বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী।

  • ২০০৯ – আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশি কথাসাহিত্যিক, কবি, প্রাবন্ধিক ও গবেষক।

  • ২০২০ – সরোজ খান, বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category