মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

ভিডিওতে ইসরায়েলের পতাকা হাতে থাকা কারণে মিস ইন্দোনেশিয়া পদ থেকে তরুণীকে বাদ দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪২৩ Time View
মিস ইন্দোনেশিয়া থেকে বাদ যাওয়া তরুণী মেরিন্স কোগোয়া। ছবি : সংগৃহীত
22

ইসরায়েলের পতাকা হাতে নাচার পুরনো একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে এক তরুণীকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে একই প্রদেশের রানারআপ তরুণী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ বুধবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছে।

মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে বাদ পড়া তরুণীর নাম মেরিন্স কোগোয়া। তিনি আগামী ৯ জুলাই অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে হাইল্যান্ড পাপুয়া প্রদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে, ২০২৩ সালের মে মাসে তোলা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ার পর তাকে বাদ দেওয়া হয়।

ভিডিওটিতে দেখা গেছে, কোগোয়া ইসরায়েলের পতাকা হাতে নাচছেন, যা ইন্দোনেশিয়ান জনগণের মধ্যে বিরক্তির সৃষ্টি করে এবং আয়োজকদের তাকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেয়ার কারণ হয়। তার বদলে একই প্রদেশের রানারআপ কারমেন আনাস্তাসিয়া অংশ নিচ্ছেন।

এই ঘটনায় মেরিন্স কোগোয়া গত সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তার বায়োতে লেখা ছিল ‘আমি ইসরায়েলের পাশে আছি’। তিনি লিখেছেন, ‘আমার দুই বছর আগের ভিডিও রীলটি বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা হয়ে ব্যাপক শেয়ার হয়েছে। আমি দুঃখিত, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু @missindonesia এর সিদ্ধান্ত এমন কিছু মন্তব্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যা আমার বিশ্বাসের সঙ্গে মেলে না।’

আরব নিউজ যখন বিষয়টি সম্পর্কে মন্তব্য জানতে যোগাযোগ করে, তখন মেরিন্স কোগোয়া তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত। এখানে জনগণ ও সরকার উভয়ই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে তাদের উপনিবেশবিরোধী নীতির অংশ হিসেবে দেখে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইন্দোনেশিয়ান সরকার বারবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে দুই রাষ্ট্রের সমাধানের আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে ইন্দোনেশিয়ার শতশত হাজার মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত পণ্য ও কোম্পানির ব্যাপক বয়কটে অংশ নিয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category