বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে : মির্জা ফখরুল

জনপদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৫১ Time View
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
15

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও গভীর হয়েছে।

সোমবার (৩০ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্প্রতি ৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে চীন সফর শেষে দেশে ফিরে দলের পক্ষ থেকে এ ব্রিফিং করেন বিএনপি মহাসচিব।

তিনি জানান, পাঁচ দিনের এ সফরে চীনা কমিউনিস্ট পার্টি ও চীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিটি আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানকে সম্মান জানানো হয়।

ফখরুল বলেন, চীনের পলিটব্যুরোর সদস্য শি লি হংসং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি চীন একটি নির্বাচিত সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে।

তিনি আরও বলেন, সফরে ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, আধুনিক কৃষি, ব্লু ইকোনমিসহ নানা খাতে চীনের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। চীন এসব বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের আরও সক্রিয় ভূমিকা কামনা করা হয়েছে। চীন জানিয়েছে, এ বিষয়ে তারা মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের শ্রমশক্তি, বিনিয়োগ পরিবেশ এবং নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ফখরুল। তিনি বলেন, দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় পর্যায়ে আনতে ঋণ পরিশোধে সময়সীমা বাড়ানো, ফি পুনর্বিবেচনা এবং অনুদান পাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। চীন এসব বিষয়ে সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে।

এছাড়া বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণ, কৃষিপণ্যের সংরক্ষণ ও রপ্তানি বৃদ্ধি, কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, চীন-বাংলাদেশ স্থলপথে সংযোগ স্থাপনসহ নানা বিষয় সফরে আলোচ্যসূচিতে ছিল বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ২২ জুন বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলটি চীন সফরে যায় এবং ২৭ জুন দেশে ফিরে আসে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category