মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

নতুন বছরের শুরুতে নির্বাচন—যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন ড. ইউনূস

জনপদ ডেস্ক
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৪০ Time View
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
21

আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ তথ্য তিনি সোমবার (৩০ জুন) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোন আলাপকালে জানান। বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচি ও নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কো রুবিও।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট স্থায়ী ফোনালাপে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য, সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা সংকটে সহায়তা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, রুবিও ও ইউনূস যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত হন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই আলাপ ছিল অত্যন্ত বন্ধুসুলভ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন। টেলিফোন আলাপ শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এ সময় মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ও প্রধান রেমিট্যান্স উৎস। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই শুল্ক ইস্যুতে আলোচনা চূড়ান্ত হবে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থার কার্যকারিতা ৯০ দিনের জন্য স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। একইসঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category