বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

উগান্ডায় বন্দি মেয়েকে মুক্ত করার জন্য জাতিসংঘে গেছেন ভারতীয় ধনকুবের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৮১ Time View
পঙ্কজ ওসওয়াল ও তার কন্যা বসুন্ধরা ওসওয়াল। ছবি : সংগৃহীত
20

ভারতীয় বংশোদ্ভূত সুইস ধনকুবের পঙ্কজ ওসওয়াল তার বন্দি কন্যা বসুন্ধরা ওসওয়ালকে মুক্ত করার জন্য উগান্ডার প্রেসিডেন্টের কাছে একটি খোলা চিঠি লিখেছেন এবং জাতিসংঘে আবেদন জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, তার ২৬ বছর বয়সী মেয়ে অবৈধভাবে আটক রয়েছেন এবং তাকে অপমানজনক অবস্থায় জেরা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বসুন্ধরা আফ্রিকা-ভিত্তিক পিআরও ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক। তাকে উগান্ডার ওসওয়ালের এক্সট্রা-নিউট্রাল অ্যালকোহল (ইএনএ) প্ল্যান্ট থেকে প্রায় ২০ জন সশস্ত্র ব্যক্তি উঠিয়ে নিয়ে যায়, যারা গ্রেপ্তারের পূর্বে কোনো পরিচয় দেখাননি। পঙ্কজ অভিযোগ করেছেন যে, তার মেয়ে একজন নিখোঁজ ব্যক্তির মামলায় আটক করা হয়েছে এবং তার আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না।

পঙ্কজ তার আপিলে উল্লেখ করেছেন যে, ১ অক্টোবর থেকে বসুন্ধরাকে উগান্ডার জেলে বন্দি করে রাখা হয়েছে। যদিও সংশ্লিষ্ট আদালত তাকে নিঃশর্ত মুক্তির নির্দেশ দিয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন তাকে আটক রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। তিনি দাবি করেন যে, এটি একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে ঘটে চলা হেনস্তা।

পঙ্কজ আরও বলেন, “আমার মেয়েকে আদালতে হাজির করা হয়নি। এটি একটি কর্পোরেট ও রাজনৈতিক ষড়যন্ত্র।” তিনি জানান, বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগকারী একজন সাবেক কর্মী, যিনি কোম্পানি থেকে মূল্যবান সামগ্রী চুরি করেছেন, তিনি এই ঘটনার মূল ভূমিকা পালন করছেন।

বসুন্ধরার গায়িকা বোন রিদি ওসওয়াল ইনস্টাগ্রামে লিখেছেন, বসুন্ধরা একজন কাজপাগল মানুষ এবং ২০২১ সালে উগান্ডার লুওয়েরোতে ১১০ মিলিয়ন ডলারের ইএনএ প্ল্যান্ট তৈরি করেছিলেন।

বসুন্ধরার মা রাধিকা ওসওয়াল এই পরিস্থিতিতে ভেঙে পড়েছেন এবং বলেছেন, “আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমি শুধু চাই, সে নিরাপদে আমার কাছে ফিরে আসুক।”

পঙ্কজ ওসওয়ালের এই মানবিক আবেদন আন্তর্জাতিক মহলে একটি স্পর্শকাতর পরিস্থিতির সৃষ্টি করেছে, যা দ্রুত সমাধানের দাবি জানাচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category