মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি

শিবচরে সাংবাদিক মোহাম্মদ আলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫২৩ Time View
2

মাদারীপুর জেলার শিবচরে দৈনিক সমকালের প্রতিনিধি মোহাম্মদ আলীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব শিবচর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মেলন কক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শিবচর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক রফিকুল ইসলাম রাজার সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব আবু সালেহ মুসার সঞ্চালনায় এই মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন দৈনিক ঐশী বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান ফারুকী।

এসময় ঢাকা টিচার্স ট্রেনিং সেন্টারের প্রফেসর ড. ডিএম ফিরোজ শাহ,শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন, ড. নুরুল আমীন কলেজের সহযোগী অধ্যাপক এখলাস ডদ্দিন চুন্নু, শিবচর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: শাহজাহান মোল্লা ওরফে শাজু,শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ,সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু মিয়া, শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের শিবচর উপজেলা শাখার সভাপতি আতাহার হোসেনসহ শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , শিবচর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা যুবদলের সহসভাপতি শামিম আহসান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল আহম্মেদ সিহাব, সাংবাদিক মহিউদ্দিন খান, সাংবাদিক ইমতিয়াজ আহমেদ ইমন,সাংবাদিক সরোয়ার হোসেন মিঠু, সাংবাদিক নাজমুল হোসেন লাবলু, সাংবাদিক হৃদয় হোসেন, সাংবাদিক হায়দার আলী,সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক জিহাদ খান, সাংবাদিক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ,সদস সচিব সাইদুর রহমান, পৌর ছাত্র দলের আহবায়ক শিহাব আহমেদ ও সদস্য সচিব রিয়াজ আহমেদ গোমস্তা, সাংবাদিক ইয়াছিন মিয়াসহ অন্যান্নরা উপস্থিত ছিলেন এসময় বক্তারা বলেন, মোহাম্মদ আলী সদা হাসি মুখের ও ভালো মানুষ ছিলেন।

তার আত্মার শান্তি কামনা করি।শুধু মিলাদ-মাহফিল করে দায়িত্ব শেষ করলে হবে না।মোহাম্মদ আলীর ছোট ছোট ২টি ছেলে-মেয়ে, স্ত্রী ও বৃদ্ধ বাবা মা রেখে গেছেন। তাদের খোঁজ নেওয়াটাই হবে সবচেয়ে বড় দায়িত্ব। এ বিষয়টি যেন আমরা ভুলে না যাই।   মোহাম্মদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি ২০০৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন।সর্বশেষ সর্বশেষ তিনি দৈনিক সমকাল পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধির দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে মোহাম্মদ আলী স্ত্রী ২ টি শিশু সন্তান, বৃদ্ধ বাবা মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category