মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

আফগান গণমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪৬০ Time View
নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচারে কর্মকর্তারা সড়কে টহল দিচ্ছেন। ছবি : এএফপি
2

আফগানিস্তানের তালেবান সরকার সারা দেশে গণমাধ্যমে জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার।

সোমবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই নিষেধাজ্ঞা ধাপে ধাপে বাস্তবায়িত হবে। নতুন নিয়ম অনুযায়ী, গণমাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশ এবং ইসলাম ধর্ম নিয়ে রসিকতা বা অবমাননাও নিষিদ্ধ করা হবে। তালেবানের দাবি, এই পদক্ষেপ শরিয়া আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা পুনরায় দখলের পর থেকেই তালেবান শরিয়া আইন কার্যকরের জন্য বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর আগে, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের শাসনামলেও একই ধরনের নিয়ম চালু ছিল।

নিষেধাজ্ঞার আইনটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি। বাস্তবে, তালেবান কর্মকর্তারা প্রায়ই সামাজিক মাধ্যমে জীবিত মানুষের ছবি প্রকাশ করছেন। তবে সরকার ঘোষণা করেছে যে, ধীরে ধীরে আইনটি বাস্তবায়ন করা হবে এবং কঠোর শরিয়া নীতির প্রতি সম্মান রেখে এটি মেনে চলা বাধ্যতামূলক হবে।

এ ধরনের আইন দেশটির গণমাধ্যমের স্বাধীনতার ওপর নতুন প্রশ্ন তুলে দিয়েছে এবং অনেকেই ধারণা করছেন যে এটি গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি ২০২৪-এ কান্দাহার প্রদেশের কর্তৃপক্ষ নতুন নির্দেশনা জারি করেছিল, যেখানে বলা হয়েছিল সরকারি-বেসরকারি কোনো অনুষ্ঠান বা সমাবেশে জীবিত মানুষের বা প্রাণীর ছবি তোলা যাবে না। এর পরিবর্তে লেখা বা অডিও কনটেন্ট ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category