বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

হ্যারিকেন মিল্টনের হাত থেকে বাঁচতে মানুষ পালিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫০ Time View
10

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে-তে মহাশক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টনের আঘাত হানতে যাচ্ছে। হ্যারিকেনের শক্তি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই অবস্থায় হাজার হাজার মানুষ টাম্পা বে- থেকে পালিয়ে যাচ্ছেন, যা নিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি। পরিস্থিতির কারণে রাস্তাগুলোতে গাড়ির জট তৈরি হয়েছে, এবং স্থানীয় এক বাসিন্দা এই পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন।

সরে যাওয়ার নির্দেশ সত্ত্বেও যারা সেখানে অবস্থান করছেন, তাদের সতর্ক করে দিয়েছেন টাম্পা বে-র মেয়র জেন ক্যাস্টর। তিনি বলেছেন, “হ্যারিকেন মিল্টন সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলবে। যদি নির্দেশনা অনুযায়ী সরে না যান, তাহলে আপনাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। মানুষকে সরে যেতে হবে। সত্যি বলতে আমি জীবনে কখনও এমন কিছু (হ্যারিকেন) দেখিনি।”

স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, যার ফলে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়তে শুরু করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হ্যারিকেন মিল্টন এখনো ক্যাটাগরি-৪ হ্যারিকেন হিসেবে রয়েছে, তবে এটি ক্যাটাগরি-৫ এ পরিণত হতে পারে।

এছাড়া, হ্যারিকেন মিল্টনের ভয়াবহতার কারণে প্রেসিডেন্ট জো বাইডেন কিছু সফর স্থগিত করতে পারেন, যদিও এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের আঘাতে ফ্লোরিডায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অন্তত ২২৬ জনের মৃত্যু হয়েছে। ওই ঝড়ের ক্ষতি পুষিয়ে না ওঠতেই আরেকটি হ্যারিকেন অঙ্গরাজ্যটির দিকে এগিয়ে আসছে।

সূত্র: বিবিসি, সিএনএন

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category