মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

“ফ্রান্সের দলে জায়গা পাননি এমবাপে”

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৪৫ Time View
3

নেশন্স লিগের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। তবে সেই দলে জায়গা পাননি নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপে। মূলত চোট কাটিয়ে গতকাল রিয়াল মাদ্রিদের স্কোয়াডে ফেরার কারণে এই ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়া হয়েছে। এমবাপের মাঠে ফেরার ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পায়নি রিয়াল; অঘটন ঘটিয়ে ফরাসি ক্লাব লিলের কাছে তারা ১-০ গোলে হেরেছে।

ফ্রান্স ১১ অক্টোবর বুদাপেস্টে ইসরায়েলের বিপক্ষে এবং ১৫ অক্টোবর ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলবে। এদিকে, ফ্রান্স একটি বিরল ঘটনা দেখতে যাচ্ছে; ২০১৮ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মধ্যে প্রায় ১১ বছর পর এমবাপে বা আঁতোয়ান গ্রিজম্যানের কেউই দলে নেই। অভিজ্ঞ গ্রিজম্যান সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।

কোচ দিদিয়ের দেশম চাইলেই এমবাপেকে ডাক দিতে পারতেন, কিন্তু তিনি চোট থেকে ফিরতে থাকা দলের প্রধান তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে নেশন্স লিগের সর্বশেষ ম্যাচগুলোয় এমবাপে কিছুটা ছন্দহীন ছিলেন। ফলে, এমবাপের সম্পূর্ণ সুস্থতার জন্য পর্যাপ্ত সময় দিতে চান দেশম। এ কারণে জাতীয় দলের আসন্ন উইন্ডোতে এমবাপে মাদ্রিদেই থাকবেন, যেহেতু ঊরুর ইনজুরির কারণে তিনি অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের জার্সি গায়ে চাপাতে পারেননি।

লা লিগায় আলাভেসের বিপক্ষে গত ২৪ সেপ্টেম্বরের ম্যাচে এমবাপে বাম পায়ের ঊরুর পেশিতে চোট পান। প্রথমে ধারণা করা হয়েছিল, অন্তত তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। তবে দ্রুত উন্নতি হওয়ায়, চ্যাম্পিয়ন্স লিগে বুধবার লিলের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে শেষ ৩৫ মিনিট খেলানো হয় ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। অন্যদিকে, এমবাপের অনুপস্থিতিতে দীর্ঘ ১৫ মাস পর ফ্রান্স দলে ফিরেছেন আরেক ফরোয়ার্ড ক্রিস্টফার এনকুনকু, যিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৩ সালের জুনে। এছাড়া, ওয়েসলি ফোপানাও স্কোয়াডে ফিরেছেন।

নেশন্স লিগের ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফ্রান্স আছে দ্বিতীয় স্থানে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইতালি, ফ্রান্সের সমান ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে বেলজিয়াম, আর দুই ম্যাচে কোনো জয় না পাওয়া ইসরায়েল অবস্থান করছে সবার নিচে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category