মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৩০ Time View
3

সংযুক্ত আরব আমিরাতে বেশ নীরবে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্কটল্যান্ড। শারজায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মূলত, এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দেওয়ায় বিশ্বকাপের আয়োজন সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে।

টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ থাকলেও খেলতে হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। এটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর যা নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৪ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ নারী দল। এরপর চারটি আসরে অংশ নিলেও কোনো জয় পায়নি তারা।

এবার সেই জয়খরা কাটানোর পাশাপাশি সেমিফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। গ্রুপ ‘এ’-তে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে স্কটল্যান্ড। আর গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই দলের একাদশ:

**বাংলাদেশ:** সাথী রানী, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

**স্কটল্যান্ড:** সাসকিয়া হারলে, সারাহ ব্রাইস (উইকেটকিপার), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ ও অলিভিয়া বেল।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category