বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

নিরপরাধ কেউ আসামি হলে ভয়ের কিছু নেই: আইজিপি

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ Time View
5

নিরপরাধ কেউ আসামি হলে ভীত হবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, “মামলা হলে আইনের বিধান অনুযায়ী আসামিদের গ্রেপ্তার করতে হবে, তা নয়। কেউ যদি সত্যিকারের অপরাধে জড়িত থাকে, কেবল তখনই তাকে গ্রেপ্তার করা যাবে।”

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আইজিপি আরও বলেন, “মামলার পর যদি অপরাধে জড়িত থাকা প্রমাণিত হয়, তবে তাকে গ্রেপ্তার করা যাবে। যদি নিরপরাধ কাউকে আসামি করা হয়, তবে যাচাই-বাছাই হবে, এবং তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে অব্যাহতি দেওয়া হবে। এতে ভীতির কোনো কারণ নেই।”

তিনি আরও উল্লেখ করেন, “মামলায় পুলিশ, বিজিবি, ডিসি, বিভাগীয় কমিশনার এবং সাংবাদিকদেরও আসামি করা হয়েছে। যাদের সত্যিকার অর্থে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, তাদের আসামি করলে মামলাটি আরও শক্তিশালী হয় এবং তদন্ত সহজ হয়।”

ময়নুল ইসলাম বলেন, “যারা জামিনে রয়েছেন, তাদের ওপর নজরদারি রাখা হবে। যদি তারা আবার অপরাধে জড়ায়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও আশ্বাস দেন যে আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকল অপতৎপরতা রুখতে হবে। এ সময়, মব জাস্টিসের নামে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category