রাজধানীতে একটি অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন
অনলাইন ডেস্ক
Update Time :
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
৭৪৪
Time View
রাজধানীতে একটি অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন
রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে একটি অগ্নিকাণ্ডে বাবা, মা ও শিশুরা দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। দগ্ধদের মধ্যে আছেন মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) এবং তাদের তিন বছরের ছেলে মো. বায়জিদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার ৩২ শতাংশ এবং শিশুর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
27
রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে একটি অগ্নিকাণ্ডে বাবা, মা ও শিশুরা দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।
দগ্ধদের মধ্যে আছেন মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) এবং তাদের তিন বছরের ছেলে মো. বায়জিদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার ৩২ শতাংশ এবং শিশুর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।