মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

আওয়ামী ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধ হতে হবে: রাশেদ প্রধান

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ Time View
বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে রাশেদ প্রধান।
2

অভিযোগ করে বলা হয়েছে যে আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে অবস্থিত জাগপা কার্যালয়ে প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে দলের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

রাশেদ প্রধান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতিত হলেও আওয়ামী দলের উগ্রপন্থীরা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদের সজাগ থাকতে হবে, যেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আবারও বিপন্ন না করা হয়।

তিনি জাগপার পক্ষ থেকে বিএনপি, জামায়াত এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আসুন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটি ৬৩টি রাজনৈতিক দল একত্রে পরিচালনা করেছিল, ঠিক তেমনভাবে এখনো ঐক্যবদ্ধ থাকি, যাতে বাংলার মাটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অগণতান্ত্রিক কার্যকলাপ চিরতরে নিষিদ্ধ হয়।

রাশেদ প্রধান আরও বলেন, ছাত্র-জনতা এবং সব বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতন ঘটেছে। এই বিজয়টি কোনও নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়; এটি বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের বিজয়।

তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের পূর্বে রাষ্ট্র সংস্কারের জন্য যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন। অন্যথায়, প্রশাসনে থাকা আওয়ামী উগ্রপন্থীরা দেশকে অশান্ত করতে পারে।

বিশেষ বর্ধিত সভায়, রাশেদ প্রধান প্রয়াত শফিউল আলম প্রধানের আদর্শে বিশ্বাসী সকলকে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে জাগপার পতাকাতলে একত্রিত হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি দলের আগামী চার মাসের সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরেন। সভায় জাগপার প্রেসিডিয়াম কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলী, যুব জাগপা, শ্রমিক জাগপা এবং জাগপা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category