মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

ভারতে হিন্দুদের ধর্মীয় উৎসব উদযাপনের সময়ে একটি মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ Time View
5

ভারতে হিন্দুদের উৎসব চলাকালে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু। এই দুর্ঘটনা ঘটে বিহার রাজ্যে ‘জীবিতপুত্রিকা’ উৎসব পালনের সময়, যেখানে ধর্মীয় রীতির অংশ হিসেবে নদী ও পুকুরে স্নান করতে গিয়ে প্রাণহানি ঘটে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়, ‘জীবিতপুত্রিকা’ উৎসবের সময় স্নান করতে গিয়ে ৪৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ৩৭ জন শিশু এবং সাতজন নারী রয়েছেন। বিহারের একজন সরকারি কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, সাম্প্রতিক বন্যার কারণে নদী ও পুকুরে পানি বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে। যদিও স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা স্নানের সময় তা উপেক্ষা করেন।

এই দুর্ঘটনা রাজ্যের ২৫টি জেলায় ঘটেছে, যা শুরু হয় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)। ‘জীবিতপুত্রিকা’ উৎসব হিন্দু মায়েরা তাদের সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধির জন্য পালন করেন। তিন দিনব্যাপী এই উৎসবে মায়েরা উপবাস রাখেন এবং পরে সন্তানদের নিয়ে স্নান করেন।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রত্যেক ভুক্তভোগীর পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category