বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

শ্রীলঙ্কার ১৬তম নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরাসুরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আলেকিত জনপদ
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ Time View
হরিনি অমরাসুরিয়া। ছবি : সংগৃহীত
2

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে হরিনি অমরাসুরিয়া নির্বাচিত হয়েছেন। তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি তিনি বিচার, শিক্ষা, স্বাস্থ্য ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হরিনি অমরাসুরিয়া শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম জনতা ভিমুক্তি পেরুমুনার (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি)। সদ্য সমাপ্ত নির্বাচনে তার দল ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে ৩৭ প্রার্থীকে পরাজিত করে বিজয় অর্জন করেছে।

তবে পার্লামেন্টে তার দলের অবস্থান তেমন শক্তিশালী নয়। শ্রীলঙ্কার ২২৫ আসনের পার্লামেন্টে বর্তমানে জেভিপির মাত্র ৩ জন আইনপ্রণেতা রয়েছেন, যাদের মধ্যে হরিনি অমরাসুরিয়া একজন।

৫৪ বছর বয়সী অমরাসুরিয়া দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি চার বছর আগে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পূর্বে তিনি সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকারের জন্য তিনি পরিচিত।

জেভিপির জ্যেষ্ঠ নেতা নামাল করুণারত্নে এএফপিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী দলের ৩ এমপি আপাতত সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। এ অবস্থায় পার্লামেন্ট ভেঙে নতুন এমপিদের শপথ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেছেন, শিগগিরই পার্লামেন্ট ভাঙা হতে পারে, সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে। বর্তমান মন্ত্রিসভা দেশের ইতিহাসে সবচেয়ে ছোট মন্ত্রিসভা হিসেবে পরিচিত।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category