মহাসচিবের দূত এবং আইওএম-এর মহাপরিচালকের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক
অনলাইন ডেস্ক
Update Time :
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
২৩৩
Time View
মহাসচিবের দূত এবং আইওএম-এর মহাপরিচালকের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মিয়ানমার সম্পর্কিত বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে বৈঠক করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই পৃথক বৈঠকটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। তাঁরা রোহিঙ্গা সমস্যার প্রভাব এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। অন্যদিকে, তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে আইওএম মহাপরিচালক বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন। তাঁরা রোহিঙ্গা সংকট নিয়ে...
6
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মিয়ানমার সম্পর্কিত বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে বৈঠক করেছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই পৃথক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। তাঁরা রোহিঙ্গা সমস্যার প্রভাব এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।
অন্যদিকে, তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে আইওএম মহাপরিচালক বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন। তাঁরা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন, যেখানে নিরাপদ অভিবাসনের প্রসঙ্গও উঠে আসে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।