প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
Update Time :
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
২৩২
Time View
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাৎ** অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে তারা পরস্পরের কুশল বিনিময় করেন। প্রধান উপদেষ্টার কার্যতালিকা অনুযায়ী, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ড. ইউনূস ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে, একই দিন ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন, যেখানে বাইডেন বাংলাদেশ সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানান। এছাড়াও, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বেশ কয়েকজন সরকারপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস।
6
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাৎ**
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে তারা পরস্পরের কুশল বিনিময় করেন।
প্রধান উপদেষ্টার কার্যতালিকা অনুযায়ী, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ড. ইউনূস ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে, একই দিন ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন, যেখানে বাইডেন বাংলাদেশ সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ জানান। এছাড়াও, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বেশ কয়েকজন সরকারপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।