বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

ড. ইউনূস-বাইডেন বৈঠক, হোয়াইট হাউসের বিবৃতি

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৪ Time View
2

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকটি নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক নিয়োগ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে অভিনন্দন জানান। উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দৃঢ় অংশীদারত্বের গুরুত্বের ওপর জোর দেন, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের মধ্যে মজবুত সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে। প্রেসিডেন্ট বাইডেন দুই দেশের সরকারের মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা করেন এবং বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।”

অধ্যাপক ইউনূসের কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এই বৈঠকের বিষয়ে জানানো হয়। সেখানে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ সরকারের প্রতি ‘পূর্ণ সমর্থন’ ব্যক্ত করেছেন এবং বৈঠকের সময় ড. ইউনূস বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং দেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, তার সরকারের উদ্দেশ্য বাংলাদেশকে পুনর্গঠনে সফল হওয়া, যেখানে মার্কিন প্রেসিডেন্ট যেকোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দেন।

বৈঠক শেষে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট বাইডেনকে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক একটি আর্টবুক উপহার দেন, যা জুলাই বিপ্লবের সময় এবং এর পরবর্তী সময়ে আঁকা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category