বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ Time View
হিজবুল্লাহর রকেট হামলায় লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরায়েলি ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
10

বুধবার (২৫ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি টেলিগ্রামে এক বিবৃতিতে দাবি করেছে যে, তারা উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অঞ্চলটিতে সাইরেনের শব্দ শোনা গেছে, যা বাইরের আক্রমণের সংকেত হিসেবে ব্যবহৃত হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও সংবাদমাধ্যমটি কোনো হতাহতের খবর জানাতে পারেনি।

ইরাকে ঘাঁটি গাড়া ইসলামিক রেজিস্ট্যান্স ইরান-সমর্থিত মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত একটি সশস্ত্র গোষ্ঠী। গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ড্রোন এবং রকেট হামলা চালিয়ে আসছে। পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীকে লক্ষ্য করেও মাঝে মধ্যে হামলার খবর পাওয়া যায়।

প্রসঙ্গত, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী অবিরাম বিমান হামলা চালাচ্ছে, যা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। সেখানকার বাসিন্দারা নিরাপদ স্থানে পালানোর সুযোগ পাচ্ছে না। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে নয়।

হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলার পর, দক্ষিণ লেবানন থেকে দশ হাজারের বেশি মানুষ নিরাপদ স্থানে চলে গেছে। আলজাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, তাঁরা দেখেছেন যে বাসিন্দারা হাতে যা পাচ্ছেন তা নিয়েই পালাচ্ছেন। কেউ সিডন শহরে এবং অন্যরা বৈরুত ও উত্তরের দিকে যাচ্ছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category