মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি

তামাকমুক্ত বাংলাদেশ গঠনের জন্য তরুণদের কণ্ঠস্বরকে আরও জোরালো করতে হবে

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ Time View
8

ঢাকা আহছানিয়া মিশন আগামী প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য এবং তরুণদের মধ্যে তামাক ব্যবহারের হার কমিয়ে একটি স্বাস্থ্যকর ও তামাকমুক্ত জাতি গঠনের লক্ষ্যে তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করার দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশনের অফিসে ‘তামাকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ ক্যাম্পেইনারদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ দাবি করেন।

কর্মশালাটির উদ্দেশ্য ছিল তরুণ নেতৃত্বকে তামাক নিয়ন্ত্রণের কৌশল, দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব গঠনের প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা দেশে কঠোর তামাক নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার।

প্রফেসর মাহবুব কায়সার উল্লেখ করেন, “এই ধরনের কর্মশালা তরুণদের তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তামাকের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষের মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর হার কমাতে তরুণদের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে।”

এছাড়া, ইমাম জাফর শিকদার বলেন, “ই-সিগারেট ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা করতে সচেতনতা বাড়ানো প্রয়োজন। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ই-সিগারেট নিষিদ্ধ করা জরুরি।”

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ স্বাগত বক্তব্যে বলেন, “তরুণরা একটি দেশের মূল চালিকাশক্তি। তাদের যথাযথ জ্ঞান ও সরঞ্জাম দিয়ে প্রশিক্ষিত করে তামাকের ব্যবহার কমিয়ে একটি স্বাস্থ্যকর জাতি গঠন সম্ভব।”

কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তরুণদের তামাক ব্যবহারের ক্ষতিকারক দিক ও তামাক নিয়ন্ত্রণের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, শারমিন রহমান এবং প্রোগ্রাম অফিসার খাদিজাতুল কুবরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category