দীর্ঘ বিরতির পর ঢাকায় আবারও প্রকাশ্যে এসেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যা 'প্রাচ্যের অক্সফোর্ড' নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের উপস্থিতি জানান দিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চললেও, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় নাছির উদ্দীন নাছির বলেন, "সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাদের স্বাগত জানাই। তবে শুধু একজন বা দুজন নয়, সবার পরিচয় প্রকাশ করা উচিত। প্রথমে আমরা দেখেছি শিবিরের সভাপতি সাদিক কায়েমের আত্মপ্রকাশ, পরবর্তীতে সাধারণ সম্পাদক এস এম ফরহাদও প্রকাশ্যে আসেন।"
তিনি আরও বলেন, "গোপন তৎপরতার মাধ্যমে জনসম্পৃক্ত রাজনীতি সম্ভব নয়। গোপনে এক দলের নেতা হয়ে প্রকাশ্যে অন্য সংগঠনের পদ গ্রহণ করা প্রতারণামূলক আচরণ, যা ছাত্র রাজনীতির সঠিক চর্চা নয়।"
সবশেষে, ছাত্রদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রশিবিরকে গোপন তৎপরতা এবং আত্মপরিচয়ের সংকট থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানান।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত