বাংলাদেশ সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মানবাধিকারবিরোধী: জামায়াত
অনলাইন ডেস্ক
Update Time :
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
১৯৭
Time View
বাংলাদেশ সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মানবাধিকারবিরোধী: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, যেখানে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, অমিত শাহের বক্তব্য আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। গোলাম পরওয়ার বলেন, "এ ধরনের বক্তব্য বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আঘাত করে। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করে না।" তিনি আরও বলেন, অমিত শাহকে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা এ বিষয়ে উপযুক্ত প্রতিবাদ...
3
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, যেখানে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, অমিত শাহের বক্তব্য আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। গোলাম পরওয়ার বলেন, “এ ধরনের বক্তব্য বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আঘাত করে। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করে না।”
তিনি আরও বলেন, অমিত শাহকে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা এ বিষয়ে উপযুক্ত প্রতিবাদ জানায়।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।