মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি

সরকার পুলিশ বিভাগের ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে

অনলাইন রিপোর্ট
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ Time View
8

সরকার ছয় পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রাষ্ট্রপতি জনস্বার্থে তাদের অবসর দেওয়ার নির্দেশ দেন। এসব কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন।

রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয়টি পৃথক প্রজ্ঞাপনে এই অবসরের ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. দাদন ফকির, এপিবিএনের সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, এবং রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ডেন্ট মো. মীজানুর রহমান।

অন্য কর্মকর্তারা হলেন ঢাকার শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তার, পুলিশ টেলিকম ঢাকার (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক বশির আহম্মদ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য।

সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবুল মোমেন বলেন, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী অবসর দেওয়া হলো।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে অনেক পুলিশ কর্মকর্তাকে একই কারণে অবসরে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কিছু ব্যক্তি হত্যা মামলার আসামি হয়েছেন এবং কয়েকজন আটকও হয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category