মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ করা হোক

অনলাইন রিপোর্ট
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ Time View
8

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররমের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পদ থেকে অপসারণ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এ সময় খতিব রুহুল আমিনের অনুসারীরা সেখানে উপস্থিত হন, যা দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি করে। হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় খতিব রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে খতিব মাওলানা মুফতি রুহুল আমিন লাপাত্তা ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান, যার কারণে নতুন একজনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category